লংগদু জোন তেজস্বী বীরের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রীতি উন্নয়নমূলক কার্যক্রম ও প্রীতিভোজের আয়োজন।

0 ১৭৩

মো. গোলামুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীরের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্প্রীতি উন্নয়নমূলক কার্যক্রম ও প্রীতিভোজের আয়োজন করে। একই সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন লংগদু সেনাবাহিনী জোন।

২ মে বৃহস্পতিবার বেলা ১২টায় তেজস্বী বীর লংগদু জোন সদর মাল্টিপারপাস সেডে জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি’র সভাপতিত্ব লংগদু এলাকার গরীব দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি ও কমান্ডার ২০৩ পদাধিক খাগড়াছড়ি রিজিওন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিটের আমন্ত্রিত অফিসার ও অত্র ইউনিটের অফিসারবৃন্দ,স্থানীয় প্রশাসন সাংবাদিক, জনপ্রতিনিধিসহ অনেকেই। এ সময় ১৪ জন পাহাড়ী বাঙ্গালীর মাঝে অনুদান প্রদান করা হয়।

বিগ্রেডিয়ার জেনারেল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তেজস্বী বীর প্রতিষ্ঠার পর থেকে মানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।