লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

৯৯

লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বজায় রাখতে হবে

।।আলোকিত লংগদু ডেক্স ।।
লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(২৭ এপ্রিল) উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায়।

এতে প্রধান অতিথির বক্তব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন হোসাইন চৌধুরী, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লংগদু সদর ইউপি চেয়ারম্যান কল্যাণ মিত্র চাকমা, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল (প্রমুখ)।
এসময় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, লংগদু উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। উপজেলার উন্নয়ন ও জনসাধারণের সুবিধার্থে যে কোন ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বজায় রাখতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধির তৎপরতা বৃদ্ধি ও জসনধারণের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতনের মত ঘটনা অনেকাংশে কমে গেছে। এব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানান বক্তারা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।