লংগদুর কৃতি সন্তান মোঃ সোহেল রানা, রাবিপ্রবি, ম্যানেজেমন্ট বিভাগের “জি.এস” নির্বাচিত

১৮৫

বিপ্লব ইসলামঃ
রাংগামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি কাউন্সিল গত
(২৯ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

রাবিপ্রবির ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি কাউন্সিলে (জিএস) জেনারেল সেক্রেটারি পদে অংশগ্রহণ করেন লংগদু উপজেলার মেধাবী শিক্ষার্থী, তরুণ সংগঠক ও অত্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানা।

সমন্বয়ের মাধ্যমে প্রেসিডেন্ট মীর মাহমুদুল হক নির্বাচিত হলেও জেনেরাল সেক্রেটারী পদে ভোট যুদ্ধে থাকতে হয় সোহেল রানাকে এবং তার নিকটতম প্রতিদ্ধন্দীর (৬১) ভোটের বিপরীতে (১১৭ টি) শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোট পেয়ে (জিএস) পদে নির্বাচিত হয়ে সোহেল রানা।

এছাড়াও কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট সারা চাকমা, অর্গানাইজিং সেক্রেটারি ফাতেমা শাবনুর লাবন্য, জয়েন্ট সেক্রেটারি অন্যানা তালুকদার, অফিস সেক্রেটারি মোঃ জিয়াউর রহমান, ফিন্যান্স সেক্রেটারি জাহাঙ্গীর আলম অপু,পাবলিসিটি এন্ড পাবলিকেশন সেক্রেটারি রাশেদুজ্জামান।

অদম্য মেধাবী শিক্ষার্থীর জন্য লংগদুবাসীর পক্ষ থেকে রইল পুষ্পভরা অভিনন্দন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।