লংগদুতে ৩ মহিলা সমিতিকে বিআরডিবির ঋণ সহায়তা প্রদান

১৮৭

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙমাটির লংগদু উপজেলায় ক্ষুদ্র ব্যবসায় পরিবারের আর্থীক স্বচ্ছলতা আনায়নের লক্ষে বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবি) লংগদুু কার্যালয়ের উদ্যোগে উপজেলার তিনটি মহিলা ভিত্তিহীন সমিতিকে ১২ লক্ষ ১৮ হাজার টাকা আবর্তক ঋণ সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯জুলাই), উপজেলা সদরে বিআরডিবি কার্যালয়ে বিআরডিবি কর্মকর্তা বজল ইসলাম চৌধুরী উপস্থিত থেকে বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া ও শিবেরআগা এবং মাইনীমুখ ইউনিয়নের ২নং বাট্রাপড়া মহিলা বিত্তহীন সমিতির ৩৬ জন সদস্যাকে যথাক্রমে ৪লক্ষ ৩৯ হাজার, ৩লক্ষ ১৫ হাজার এবং ৪লক্ষ ৬৪ হাজার টাকা ঋণ সহায়তা দেয়া হয়।
এসময় বিআরডিবি ফিল্ড সুপারভাইজার ঝন্টু বসাক চৌধুরী ও সমিতির সদস্যাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।