লংগদুতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

১৮৫

লংগদুতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ), লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন।
বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী।
সভাপতির বক্তব্যে ইউএনও মাইনুল আবেদীন ২৫ মার্চ রাতে ভয়াল গণহত্যার স্মৃতি চারণ করে বলেন সেদিন যা ঘটেছিল তা ছিলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম গণহত্যা।
এসময় বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।