লংগদুতে ২৪ঘন্টায় আরো দুজনের করোনা সনাক্ত

৮৮

গোলামুর রহমান

মহামারি কোভিট১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লংগদুতে। করোনা সংক্রমণ এড়াতে প্রশাসনের যথেষ্ট কড়া নজরের পরেও সংক্রমন ছড়িয়ে পড়ছে উপজেলায়।

মঙ্গল বার (০৬ জুলাই) লংগদু উপজেলার লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেষ্টের মাধ্যমে উপজেলাতে ২৪ ঘন্টায় আরো দুজনের শরীরে করোনা সনাক্ত হয়।

লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকালপার্সন ডাকতার ফখরুল ইসলাম জানান, আজ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেষ্টের মাধ্যমে দুজনের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার মধ্যে একজন হলো লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের বলেন্টটিয়ার কর্মচারী (মহিলা) । দ্বীতৃয় ব্যাক্তি উপজেলার কালাপাকুজ্জা ইউপির বীর মুক্তিযুদ্ধা। তাদের দুুুুুজনকে বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা স্বাভাবিক এবং সুস্থ রয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ৭ জুন একজন, ১৫ জুন একজন, ১৭ জুন একজন, ২৭ জুন একজন এবং ০৫ জুলাই দুজন, উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা শনাক্ত হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে লংগদুতে এখন পর্যন্ত মোট ৮ জনের করোনা পজিটিভ আসে।

অপর দিকে মহামারি করোনার প্রাদুর্ভাব কমাতে উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আবেদীন এর নেতৃত্বে লংগদু থানা পুলিশ ও উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী, রেডক্রিসেন্ট এর সদস্যরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।