লংগদুতে ২০২২ সালে এসএসসি ও সমমাননা পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে প্রস্তুতি সভা
।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামটির লংগদুতে ২০২২ সালের এস এস সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায় এর সভাপতিত্বে উপজেলার সকল মাধ্যমিক, দাখিল ও কারিগরি কেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত ও সুষ্টভাবে পরীক্ষা যাতে অনুষ্ঠিত হতে পারে তার জন্য সকলের সর্বাত্বক সহযোগীতা কমানা করা হয় এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান জানান, লংগদুতে তিনটি ভেন্যুতে এবার ৮৮১ জন এসএসসি, ১১৪ জন দাখিল ও ৩২ জন ভোকেশনাল (কারিগরি) শিক্ষা সহ মোট ১০২৭ জন পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে। লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, কারিগরি কেন্দ্রে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, মাদ্রাসা কেন্দ্রে গাঁথা ছড়া বায়তুশ শরফ জব্বারিয়া অাদর্শ দাখিল মাদ্রাসার উন্নয়ন মাওলানা ফোরকান আহম্মদ পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।