লংগদুতে ২টি গ্রামে আর্থিক সহায়তা দিয়েছে রেডক্রিসেন্ট সোসাইটি

৯৭

: আলোকিত লংগদু ডেক্স :

রাঙামাটির লংগদুতে করোনাকালিন সময়ে ২টি গ্রামে দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার, রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটরে উদ্যোগে লংগদু উপজেলার ইসলামাবাদ সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সোনাই গ্রামের ১২২ জন ও ইসলামবাদ গ্রামের ১২২ জন মোট ২৪২ জন পাহাড়ী ও বাঙালি গরিব পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ৪ হাজার ৫শত টাকা করে আর্থিক অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সভাপতি অংসুই প্রু চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তার টাকা বিতরণ করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি।
রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহাফুজ আহম্মেদ এর পরিচালনায় এসময় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল কর্মকতা নুরুল করিম, প্রোগ্রাম অফিসার আব্দুল করিম, মনিটরিং কর্মকর্তা রিপন রায় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।