লংগদুতে ১৭টি বনবিহারে চীবর দানানুষ্ঠানের জন্য জেলা পরিষদের আর্থিক অনুদান

১৪৯

 

: আলোকিত লংগদু ডেক্স :
রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িরা যাতে কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে নির্ভিঘ্নে করতে পারে তার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে লংগদু উপজেলা সদরে তিনটিলা বনবিহাররে ৪০হাজার টাকা এবং অন্যান্য আরো ১৬টি বনবিহারে ১০হাজার টাকা হারে মোট ১৭টি বনবিহারে মোট ২লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার, লংগদু উপজেলা সদরে জেলা পরিষদের রেষ্টহাউজে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী আছমা বেগম বনবিহারের প্রতিনিধির কাছে অনুদানের অর্থ বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বাবুল দাশ বাবু ও আওয়ামীলীগ নেতা রকি চাকমাসহ বনবিহারের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।