লংগদুতে হ্রদে বিএফডিসি’র অভিযানে জাল সহ ৯ নৌকা ও আটক

৯৯

। ও,এফ, মুছা ।।

রাঙামাটির লংগদুতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ( বিএফডিসি) লংগদু শাখা কার্যালয় ও নৌ পুলিশের টহল দল কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে নৌকা ও জাল আটক করেছে।
শুক্রবার (৪ জুন), লংগদু উপজেলা বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন জানান, শুক্রবার রাতের বেলায় উপজেলার কাট্টলী বিল, শীলকাটাছড়া, হাজাছড়া, ৯ নং ও ১০ নং এলাকায় হ্রদে অভিযান চালিয়ে ৮ টি সাধারণ নৌকা, ১টি ইঞ্জিন চালিত নৌকা বোট সহ ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ হাজার মিটার সুতার জাল আটক করা হয়। এসব এলাকায় অসাধু ক্ষতিপয় লোকজন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে মাছ ধরছিল। আমাদের অভিযান কালে টেরপেয়ে লোকজন জাল আর নৌকা ফেলে পালিয়ে যায়। জাল আর নৌকার মালিক কাউকে পাওয়া যায়নি। একারণে কাউকে আটক করা যায়নি।
এঅভিযান নিয়মিত চলবে বলে ওই কর্মকর্তা জানান।
উল্লখ্য কাপ্তাই হ্রদে মাছের বংশ বিস্তার ও প্রজননের জন্য ১মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য শিকার, আহরন, বিপনন, ও প্রকৃয়াজাত করণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।