লংগদুতে হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করলো বিএফডিসি

১৫০

লংগদুতে হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করলো বিএফডিসি

।। ও.এফ.মুছা ।।
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও বংশ বিস্তারের জন্য প্রতিবছরের ন্যায় এবারও হ্রদে মাছের পোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি।

সোমবার (২৩মে) লংগদু উপজেলা সদর এলাকায় কাপ্তাই হ্রদে আনুষ্ঠানিকভাবে রুই, মৃগেল, কাতাল (কার্প) জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনা(ভূমি) জনি রায়, বিএফডিসি রাঙামাটি জেলা ব্যাবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, বিএফডিসি রাঙামাটি জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, বিএফডিসি লংগদু ব্যাবস্থাপক আকবর হোসেন উপস্থিত ছিলেন।

লংগদু বিএফডিসির নিজস্ব পুকুর ও হ্যাচারিতে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা হ্রদের পানিতে ছাড়া হয়েছে। আজ প্রথম দিনে ৩.৮৯৬ মে. টন সহ ক্রমান্বয়নে ১৮ মেঃ টন মাছের পোনা অবমুক্ত করা হবে বলেন জানালেন বিএফডিসি লংগদু ব্যবস্থাপক আকবর হোসনে।

উল্লেখ্য ১মে থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত সময় কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ, মাছ ধরা, প্রকৃয়া করণ ও বাজারজাত করা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এআদেশ বলবৎ থাকবে। এসময় নিবন্ধীত সকল মৎস্যজীবিদেরকে সরকার প্রতি মাসে জনপ্রতি ৩০কেজি হারে মৎস্য ভিজিএফ প্রদান করে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।