লংগদুতে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
।।মোঃ আলমগীর হোসেন,লংগদু।।
রাঙামাটির লংগদুতে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন (বৃহস্পতিবার) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উক্ত স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) আকিব ওসমান এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের পরীবিক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভূঁঞা প্রমূখ।
এ সময় স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়।