লংগদুতে স্কুলে স্কুলে বই বিতরণ উসব। খুশি শিক্ষার্থীরা

১৯৪

।। আলোকিত লংগদু ডেস্ক ।।
লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
বই বিতরণ ও উৎসব ২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ জানুয়ারী) লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার উপজেলা সদরে বালিকা উচ্চ বিদয়ালয়, তিনটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়,রাবেতা মডেল উচ্চ বিদয়ালয় ও প্রথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের নিকট নতুন বই বিতরণ করেন। এদিকে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ আকিব উসমান মাইনীমুখ মডেল হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়,মাইনীমুখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, গাথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিকট আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।
এসময় লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দীন,উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মাকসুদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জনাব এখলাস মিয়া খান,গাথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমেদ ও মাইনীমুখ ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা ফেরদৌস আলম সহ শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
নতুন বছরের নতুন খুবই উচ্ছসিত এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ওমর ফারুক মুছা
০১.০১.২৩#০১৫৫৩৫৬৮৮৪১

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।