লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১৫৪

।। আলোকিত লংগদু ডেক্স ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদুতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
২০৩ পদাতিক খাগড়াছড়ি ব্রিগেড এর ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলার লংগদু সদর এলাকায় বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা আছমা বেগম বলেন, নানা সময় মহিলাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। সহজে গাইনী চিকিৎসক না পাওয়ায় মহিলারা নানা জটিল রোগে ভোগেন। আজ গাইনী ডাক্তারের কারণে আমরা ভালো চিকিৎসা ও পরামর্শ পেয়েছি। ভবিষ্যতে দূর্গম এলাকাগুলোতে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে।
দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সেনাবাহিনীর চিকিৎসক মেজর মাসুদ, ক্যাপ্টেন মরিয়ম ও ক্যাপ্টেন মশিউর।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।