লংগদুতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান।

0 ১৯৯
মোঃ গোলামুর রহমান
 প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস কোভিড-(১৯) এর প্রাদুর্ভাবে ও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সেবামূলক কাজ অব্যাহত রেখেছে।
রবিবার (২৮জুন) লংগদু উপজেলার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  প্রসূতি ও গাইনি রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
 দূর্গম পাহাড়ী এলাকা গুলোতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যেগে ২ শতাধিক বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনি রোগীদের মধ্যে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
দেশের এই ক্রান্তিলগ্নে যখন মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা বিঘ্নিত ঘঠছে এবং দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে, তখন সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ উৎসাহিত।
উক্ত সেবা প্রদান খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক (গাইনি বিশেষজ্ঞ) মেজর উম্মে হাবিবা আসমার নেতৃত্বে  স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য করোনা মহামারির প্রথম থেকেই বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার সাধারন মানুষদের বিভিন্ন রকম সাহায্য সহযোগীতা করে আসছেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।