লংগদুতে সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষীত পদে ৬৮ জন ও সাঃ সদস্য পদে ২১৪ প্রার্থীর মনোনয়ন জমা

৯০

লংগদুতে সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষীত পদে ৬৮ জন ও সাঃ সদস্য পদে ২১৪ প্রার্থীর মনোনয়ন জমা

।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলায় ৭ম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার, নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানাগেছে। ১২ জানুয়ারি ছিলো মনোয়ন জমা দেয়া শেষ তারিখ। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মনোয়নপত্র জমা হয়। তফসীল ঘোষণা অনুযায়ী ১৫ জানুয়ারি মনোয়ন যাচাই বাচাই হবে। ২২ জানুয়ারি কোন প্রার্থী চাইলে নিজেকে প্রত্যাহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৩ জানুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহন।

উপজেলার সাতটি ইউপিতে আওয়ামীলীগ সহ মোট ৩৪ জন। তারমধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ৬ জন, জাতীয় পার্টি (জেপি) ২ জন ও সতন্ত্র ১৯ জন প্রার্থী সহ নারী সংরক্ষীত পদে ৬৮ জন ও সাধারণ সদস্য পদে ২১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাত ইউনিয়নে মোটর সংখ্যা রয়েছে ৫৬ হাজার ৫৬৮ জন।

আটারকছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাংবাদিক মোঃ আলমগীর হোসেন (সতন্ত্র), অজয় চাকমা (আ.লীগ), মোঃ আব্দুস সবুর (ইসলামী শাস. আন্দোলন) হাফেজ মোঃ বেলাল হোসেন ফরাজী (সতন্ত্র)।এই ইউনিয়নে সংরক্ষীত পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী হয়েছেন।
কালাপাকুজ্জা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আব্দুল বারেক দেওয়ান (সতন্ত্র), হারুন অর রশীদ (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), মোঃ মোস্তফা মিয়া বর্তমান চেয়ারম্যান (আ.লীগ), আব্দুল ছালাম (জাতীয় পার্টি)। সংরক্ষীত পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৫০ জন।
গুলশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে জহুরুল হক মিলন (সতন্ত্র), আব্দুল মালেক(সতন্ত্র), বর্তমান চেয়ারম্যান মোঃ আবু নাছির (সতন্ত্র), মোঃ রাকিব হোসেন (সতন্ত্র), মোঃ শফিকুল ইসলাম (আ.লীগ) প্রার্থী হয়েছেন। এছাড়া নারী সংরক্ষীত পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী রয়েছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ হাজার ৫৪৭ জন।
বগাচতর ইউনিয়নে যারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, আবুল বাশার (আ.লীগ), জামাল হোসেন (সতন্ত্র), আব্দুল গাফ্ফার ভূইয়া (সতন্ত্র), মোঃ বোরহান উদ্দিন (সতন্ত্র), আব্দুল মালেক (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)। সংরক্ষীত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৬৬৪ জন।
ভাসাইন্যাদম ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল জলিল (সতন্ত্র), ইসমাইল হোসেন (আ. লীগ), বর্তমান চেয়ারম্যান মোঃ হযরত আলী(সতন্ত্র), মোঃ রুহুল আমীন (ইস. শাসনতন্ত্র আন্দোলন) এবং নারী সংরক্ষীত পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৫ হাজার।
মাইনীমুখ ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল আলী(আ.লীগ), এরশাদ (সতন্ত্র), কামাল হোসেন (সতন্ত্র),মোঃ লাল মিয়া (জাতীয় পার্টি), মাওঃ আব্দুল মান্নান (ইস.শাসনতন্ত্র আন্দোলন)। নারী সংরক্ষীত পদে ৮জন ও সাধারণ সদস্য পদে২৭ জন প্রার্থী মনোয়ন জমা দিয়েছেন।
লংগদু ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (সতন্ত্র), আশোক কুমার চাকমা (সতন্ত্র), রতন কুমার চাকমা (আ.লীগ), বসির আহম্মদ (ইস. শাসনতন্ত্র আন্দোলন), জহুর আলী মিলন (সতন্ত্র), সুমন চাকমা (সতন্ত্র), মোঃ সাইফুল ইসলাম (সতন্ত্র)। নারী সংরক্ষীত পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩৩০ জন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।