লংগদুতে সমাজ সমাজকল্যাণ কর্তৃক ২৫ জন গরীব রোগীকে চিকিৎসা সহায়তা

alokitolangadu@gmail.com

0 ২৪৩

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক অসহায়, গরীব, দুঃস্থ রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ জুলাই), উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই চিকিৎসা সহায়তা অনুদান বিতরণ কর হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আকিব ওসমান এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে
প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার তানভির আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, উপজেলা বিএফডিসি কর্নকর্তা আকবর হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ২৫ জন রোগীদের জন্য জনপ্রতি ৪ হাজার টাকা হারে মোট ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।