লংগদুতে সমাজসেবার চিকিৎসা সহায়তা পেল ৫ ক্যান্সার আক্রান্ত জনসাধারণ
।। ষ্টাফ রির্পোটার ।।
রাঙামাটির লংগদুতে সমাজসেবা থেকে চিকিৎসা সহায়তা পেল ৫ ক্যান্সার আক্রান্ত অসহায় দরিদ্র জনসাধারণ।
মঙ্গলবার (১সেপ্টেম্ব), সমাজসেবা অধিদপ্তরের আওতায়ধীন লংগদু উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক উপজেলার বিভিন্ন এলাকার ৫জন ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য জন প্রতি ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায়তার চেক বিতরন করা হয়।
এরা হলেন, অঞ্জলি চাকমা (গুলশাখালী), রহীমা বেগম (আটারকছড়া), জয়মনি চাকমা ( বরকলক,লংগদু), মাজেদা খাতুন (ভাইবোনছড়া, লংগদু), আওলাদ হোসেন (আহসানপুর,গুলশাখালী)।
লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে এই চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।
এসময় ৬নং মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।