লংগদুতে শেখ রাসেল দিবস-২১ উপলক্ষে তালের চারা রোপন
আলোকিত লংগদু ডেস্ক:
রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শেখ রাসেল দিবস-২১ উদযাপন উপলক্ষে প্রাকৃতিক দূর্যোগ সহায়ক তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
সোমববার(১৮ অক্টোবর) উপজেলা সদরে অফিসার্স ক্লাবের আশপাশে তাল গাছের চারা রোপণ করা হয়। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ মাইনুল আবেদীন প্রধান অতিথি হিসেবে তালের চারা রোপন করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর শাহনেয়াজ ফারুক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরীসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।