লংগদুতে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিনে নানা আয়োজন

১৪৭

।। আলোকিত লংগদু ডেক্স ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য হচ্ছে ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক।
এদিবস উপলক্ষে সকাল দশটায় উপজেলা সদরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ র‍্যালী বের করা হয়।
র‍্যালিতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায় এর সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
আটারকছড়া ইউপি সদস্য সচীব আল আমিনের পরিচালনায় বক্তব্য দেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
#

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।