লংগদুতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
।। আলোকিত লংগদু ডেস্ক।।
বাংলাদেশ এ্যথলেটিক্স ফেডারেশন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকার উদ্যোগে ও লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর আয়োজন বিষয়ে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকালে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) আকিব ওসমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার ১৭ জানুয়ারী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।