লংগদুতে শীতার্থদের জন্য শীতকম্বল বিতরণ

১৪৭

লংগদুতে শীতার্থদের জন্য শীতকম্বল বিতরণ

: আলোকিত লংগদু ডেক্স :
রাঙামাটির লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের গরীব শীতার্থ মানুষের জন্য ইউপি চেয়ারম্যানদের নিকট শীতকম্বল বরাদ্ধ প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত এসব শীতকম্বল উপজেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যুবায়ের হোসেন ৭ ইউপি চেয়ারম্যান এর নিকট হস্তান্তর করেন। এতে ৭ইউপির জন্য ২হাজার ৪২০টি এবং ২৫টি এতিমখানায় বিতরণের জন্য উপজেলা পরিষদের নিকট ৮৬৩টি শীতকম্বল হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন, উপজেলা প্রকৌশলী ডক্টর জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, ও স্ব স্ব ইউপি চেয়ারম্যানগণ, মেম্বারগণ উপস্থিত ছিলেন।
শীতকম্বলগুলি যাতে ইউনিয়ন পর্যায়ে প্রকৃত গরীব শীতার্থ মানুষের মাঝে যাতে সুষ্ঠভাবে বন্টন করা হয় তার জন্য ইউপি চেয়ারম্যানদের নিকট অনুরোধ জানান ইউএনও মাইনুল আবেদীন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।