লংগদুতে শীতার্তদের কম্বল ও চাদর বিতরণের উদ্যোগ ।।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে প্রাপ্ত কম্বল ও চাদর রাঙামাটির লংগদু উপজেলার ৭ টি ইউনিয়নের শীতার্তদের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার, উপজেলা সদরে পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে উপজেলার সাত ইউনিয়ন পরিষদের সচিবদের কাছে ১হাজার ৫শত কম্বল ও চাদর হস্তান্তর করা হয়েছে। লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ই্এনও) মোঃ মাইনুল আবেদিন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিবদের কাছে মোট ১হাজার ৫শত কম্বল ও চাদর হস্তান্তর করেন। এই সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন। ইউএনও মাইনুল আবেদীন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এসব কম্বল ও চাদর যাতে প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে যেন সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।