লংগদুতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮৯

।। ও এফ মুছা  ।।

লংগদু উপজেলা উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪জানুয়ারি) উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) মোঃ আকিব ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রড়িা প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শও্কত আকবর, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা খেলাদুলায় অংশ গ্রহণ করে। আগামীকাল রোববার এই প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।