লংগদুতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

২০৩

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙ্গামাটিতে লংগদুতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
গতকাল রোববার বিকেলে লংগদু উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকিব ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষকগন ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
গত ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় লংগদু উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার শতাধিক প্রতিযোগী এ্যাথলেটিক্স, ভলিভল, ব্যাটমিন্টন, ক্রিকেট খেলায় অংশ গ্রহন করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।