লংগদুতে শান্তিপূর্ণ উপায়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৩৩

।। ও এফ মুছা ।।
সারাদেশে ন্যায় রাঙামাটির লংগদু উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বিত্তি পরীক্ষা ২০২২ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০ ডিসেম্বর), লংগদু উপজেলার সদরে বালিকা উচ্চ বিদয়ালয় একটি ভেনুতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হল। এতে সকল প্রাথমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭০ জন। তার মধ্যে ১৭ জন অনুপস্থিত রয়েছে।
সুনীতি চাকমা হল সুপার, রবিরঞ্জন চাকমা কেন্দ্র সচীব এবং প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তার দায়িত্বে রয়েছে।
এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
এদিকে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।