লংগদুতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন

১১৬

সাকিব আলম মামুন

দুর্গোৎসবের সমাপনী পর্ব অর্থাৎ বিজয়া দশমীতে রাঙামাটির লংগদুতে ব্যাপক আনুষ্ঠানিকতা, আনন্দ-উৎসব ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার তিনটি মন্ডপে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাপ্ত হয়েছে।

প্রতি বছরের ন্যায় দুর্গা বিসর্জন হয়ে উঠেছিল এক প্রাণের উৎসব। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবে মেতে উঠেছেন এ ধর্মের নর-নারীরা।

বুধবার (৫ অক্টোবর) উপজেলা সদরের তিনটিলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির, মাইনীমূখ বাজার শ্রী শ্রী হরি মন্দির ও জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির মন্ডপের দূর্গাকে মন্দিরের কাপ্তাই হ্রদের মাইনী নদীতে অশ্রুসজল নয়নে বিসর্জন দেন ভক্তরা।

তিনটি মন্ডপেই সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের দূর্গা বিসর্জনের এই দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। ঢোল তবলা, রং মেখে সেজে, হাসি আর কান্নায় দুর্গাকে বিদায় দিয়েছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।