লংগদুতে রাসুল (স.)এর জন্মদিন উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা

১৯৫

মো.গোলামুর রহমান,

বিশ্ব জগতের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ( সা.) এর জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলার পাহাড়ী অঞ্চলেও র্যালি ও দোয়া মাহফিল করেছে ইসলামাবাদ ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ।

রবিবার ( ৯ অক্টোবর) সকাল ৯টায় ইসলামাবাদ দারুস সুন্নাত সালেহিয়া দ্বিনিয়া মাদ্রাসার উদ্যোগে উক্ত র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রেলিটি বাইট্টাপাড়া বাজার হতে শুরু করে ইসলামাবাদ দারুস সুন্নাত সালেহিয়া দ্বিনিয়া মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। পরে উক্ত মাদ্রাসার একটি হল রুমে মাদ্রাসার ছাত্র শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে মাদ্রাসার সুপার মুফতি মাও. ইদ্রিস হোসাইন রাসুল (স.)এর শানে দোয়া দুরুদ পাঠ করেন।

মাদ্রাসার সুপার মুফতি মাও. ইদ্রিছ হোসাইন বলেন, ১২রবিউল আওয়াল মাসের এইদিনে সারা জাহানের ধর্মপ্রাণ মুসল্লীরা রাসুল (স.) এর শানে দোয়া দুরুদ ও আলোচনা করে থাকে। সেই হিসেবে রাসুল (স.) এর শানে আমরাও দোয়া দুরুদ ও আলোচনা সভার আয়োজন করেছি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।