লংগদুতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতার জন্মদিন পালন

১৪৫

।। আলোকিত লংগদু ডেক্স ।।

‌‌’মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম‍্য বাংলাদেশের প্রেরনা’ এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জম্ম বার্ষিকী যথাযোগ‍্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৮আগষ্ট) উপজেলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, ৬ জন অসহায় নারীকে কর্মসংস্থানের লক্ষে ৬ টি সেলাই মেশিন ৩জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএ্নও) জনি রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম‍্যান আব্দুল বারেক সরকার।
উপজেলা যু্ব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী পরিচালনায় বক্তব‍্য দেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শুটিরা চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম‍্যান আনোয়ারা বেগম ও লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। সভায় বিভিন্ন কর্মকর্তা, গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।