লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসেন।।
রাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন (অঃদাঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু থানা অফিসার ইনজার্জ মঃ হারুনুর রশিদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
এতে বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বন্যায় কবলিত এলাকায় ত্রান সামগ্রী পৌছানো, এবং মাইনীমূখ বাজারে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ করে এব্যপারে পদক্ষেপ নেয়া দাবি জানানো হয় আইন-শৃঙ্খলা সভায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।