লংগদুতে মাছের পোনা অবমুক্ত

১৬৭

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদুতে ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে রুই,কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার(১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএফডিসি’র মৎস্য পুকুরে মাছের অবমুৃক্ত করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা (অতিঃ দাঃ) মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা, খাগড়াছড়ি মিনি হ্যাচারি ফাউন্ডেশনের কর্মকর্তা শরৎ চন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার ১৪টি বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরের জন্য ১৭৭ কেজি রুই, কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।