লংগদুতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা
লংগদুতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা
।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙ্গামাটির লংগদুতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ), লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় অতিথির মধ্যে স্বাগত বক্তব্য রাখেন, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহনেয়াজ চৌধুরী ফারুক।
বক্তরা বলেন, অনেক কষ্ট আর ত্যাগ তিতিক্ষার ফলে এদেশে স্বাধীনতা অর্জন হয়েছে। তাই স্বাধীনতাকে যেকোন মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে। স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি। বক্তারা আরো বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় বীর। তারা দেশের সূর্য সন্তান। তাঁদেরকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সকলের কর্তব্য।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্কল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।