লংগদুতে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

১৩৪

লংগদুতে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে র্্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
সোমবার, এ উপলক্ষে লংগদু উপজেলা পরিষদের প্রান্ত থেকে র্্যালি বের কর হয়। র্্যালিটি প্রধান সড়ক ঘুরে এসে ইউএনও কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অাতাউর রহমান। এসময় বিভিন্ন কর্মকর্তা, মৌজার হেডম্যান, কার্বারীগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।