লংগদুতে বৈস বিজু উপদযাপন উপলক্ষে নানা আয়োজন

১২১

মো.গোলামুর রহমান

বছর শেষে ঘুরে এলো বৈশ ফুল বিজু, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে বৌদ্ধধর্মের লোকজন এ দিনে নদীর পানিতে ফুল ভাসিয়ে বিজু উৎসব পালন করে থাকে এবং জগতের সকল প্রাণীর মঙ্গলের জন্য প্রার্থনা কামনা করে।

এর ধারাবাহিকতায় রাঙ্গামাটি লংগদু উপজেলার বৌদ্ধধর্মীয় লোকেরাও উপজেলার বিভিন্ন এলাকায় বুধ বার (১২ এপ্রিল) সকাল ৭টায় কাপ্তাই লেকের পানিতে ফুল ভাসিয়ে বিজু পালন করে।

এইদিন ভাই বোন ছড়া,শিবার আগা, লংগদু সদর সহ বিভিন্ন এলাকার বৌদ্ধধর্মীয় লোকেরা কাপ্তাই লেকে পানিতে ফুল ভাসিয়ে, অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে জগতের সকল প্রাণীর শান্তির জন্য প্রার্থনা করে।

পুরাতন বছরের সকল গ্লানি ভুলে,পহেলা বৈশাখ (নতুন বছর) কে বরণ করে নিতে বিভিন্ন রকম গ্রামীণ নিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে তারা ।এছাড়াও ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রকম খাবারের আয়োজন রয়েছে। এই দিন একে অপরের বাড়ি নতুন বছরের ঘ্রাণ নিয়ে উকি দেবে।

 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।