লংগদুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উদযান
।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে,
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উদযান করা হয়েছে।
বৃহষ্পতিবার (৫আগষ্ট), এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান এর পরিচালনা আরো বক্তব্য রাখেন, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্ম আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু সরকারী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল, উপজেলা হর্টিকালচার কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ড.মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহনেওয়াজ চৌধুরী ফারুক।
এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তি আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
এছাড়া শহীদ ক্যাপ্টন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মুনাজাত করা হয়।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।