লংগদুতে বীর মুক্তিযুদ্ধাদের সনদ ও পরিচয়পত্র বিতরণ

২০৫

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদুতে বীর মুক্তিযুদ্ধাদের মাঝে সনদপত্র ও ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

সোমবার(২৬ সেপ্টেম্বর), লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত উপজেলার ২২ জন মুক্তিযুদ্ধাদের মাঝে মুক্তিযোদ্ধা সনদপত্র ও ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় ১১ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সনদপত্র ও পরিচয়পত্র এবং মৃত্যু বরণকারী ১১জন বীর মুক্তিযোদ্ধার সনদপত্র তাদের পরিবারের সদস্যদের হাতে তুল দেন।

এসময় বীর মুক্তিযোদ্ধাগন, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খান উপস্থিত ছিলেন।

এসব সনদপত্র ও ডিজিটাল পরিচয়পত্র পেয়ে খুবই খুশি এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বীর মুক্তিযোদ্ধাগন।

#

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।