লংগদুতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ উদ্বোধন

২১৯

।। আলোকিত লংগদু ডেক্স।।

রাঙামাটির লংগদুতে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী), উপজেলার মাইনীমুখ বাজার ফিসারীটিলা জলেভাসা মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান ও টুর্ণামেন্টের প্রধান উপদেষ্টা কামাল হোসেন কমল।


এসময় হেডম্যান ও প্রবীন সাংবাদিক মোঃ এখলাস মিঞা খান, লংগদু প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, ডাক্তার আবু তালহা, ইউপি সদস্য রুবেল হোসেন, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের আহবায়ক কামরুল ইসলাম সোহেল সহ বজলুর রহমান, মোঃ মুছা, নুরুল ইসলাম, মোঃ ইমন, তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সাবেক রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতা আমজাদ হোসেন কলি স্মৃতি একাদশ এর সাথে সাবেক মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম( আব্দুল) স্মৃতি একাদশ এর সাথে মোকাবিলা করে ১৩ ওভারের খেলায়ায় ৫ উইকেটে ১৫৬ রান করে। জবাবে সাবেক মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম( আব্দুল) স্মৃতি একাদশ ৯ উইকেট ১০৫ করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় আমজাদ হোসেন কলি স্মৃতি একাদশের খেলোয়াড় রুহুল আমিন নির্বাচিত হয়।
টুর্ণামেন্টে ১০ টি দল খেলায় অংশ নিবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।