লংগদুতে বীরমুক্তিযোদ্বা পোষ্যকে বিআরডিবি ঋণ সহায়তা

২০৭

লংগদুতে বীরমুক্তিযোদ্বা পোষ্যকে বিআরডিবি ঋণ সহায়তা

।।আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলায় আত্মকর্মসংস্থান উন্নয়নে ২জন বীর মুক্তিযোদ্ধার পোষ্যকে বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বিআরডিবি) থেকে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এঋণের প্রদান করা হয়। ইউএনও মোঃ মাইনুল আবেদীন
০২ জন বীরমুক্তিযোদ্বা পোষ্যকে ০১ লক্ষ (একলক্ষ) টাকা কর্মসংস্থান ঋণ সহায়তা দেয়া হয়।
এসময় উপজেলা পল্লি উন্ননবোর্ড (বিআরডিসি) কর্মকর্তা বজল ইসলম চৌধুরী উপস্থিত থেকে এঋণের টাকা প্রদান করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।