লংগদুতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও সেমিনার

২৩০

লংগদুতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও সেমিনার

।। আলোকিত লংগদু ডেক্স ।।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটির লংগদুতে র‍্যালি ও সেমিনার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ), লংগদু উপজেলা প্রশাসনের অায়োজনে সকালে উপজেলা পরিষদের প্রান্ত থেকে র্্যালী বের করা হয়। প্রধান সড়ক ঘুরে র্্যালীটি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।
এসময় অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।