লংগদুতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা

২২১

লংগদুতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭এপ্রিল), লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সন্মুখ থেকে র্্যালী বের করা হয়। র্্যালীটি প্রধান সড়ক ঘুরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি।
বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি তানিয়া আক্তার হাওয়া, উপসহকারী প্রকৌশলী সাইফুল আজিজ নাদিম।
এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।