লংগদুতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স ।।
’তামাক বর্জন করুন, সুস্থ্য থাকুন’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার(৩১মে), লংগদু উপজেলা সদরে উপজেলা পরিষদ প্রান্ত থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক ঘুরে এসে পুনরায় উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মোঃ মা্ইনুল আবেদীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। এছাড়া উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্যগন এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।