লংগদুতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

১৪৮

সাকিব আলম মামুন, লংগদু

লংগদু উপজেলায় “জলাতঙ্কঃ ভয় নয়, সচেতনতায় জয়” বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অরবিন্দ চাকমা ও ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাগণ।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় এ রোগ থেকে মুক্তি সম্ভব। তাই সকলের উচিৎ সাবধানতা অবলম্বন করা এবং সংক্রমণ বাড়ার আগেই যথাযথ চিকিৎসা গ্রহণ করা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।