লংগদুতে বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছে থানা প্রশাসন

0 ১৮৯

লংগদুতে বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছে থানা প্রশাসন

।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা/২০২৩ সুষ্ঠ, সুন্দর এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে এলাকার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে লংগদু থানা প্রশাসন।

রোববার, মহাঅষ্টমীর দিন লংগদু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন লংগদু সদর তিনটিলা শ্রী শ্রী রাধাঁ সেবাশ্রম পূজা মন্ডপ, মাইনীমুখ শ্রী শ্রী হারি মন্দিার পূজামন্ডপ, মাইনীমুখ জেলেপাড়া শ্রী শ্রী শিবমন্দির দূর্গা পূজা মন্ডপসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজা মন্ডপে রক্ষিত পরিদর্শন বহিতে নোট প্রদান করেন এবং পূজা উদযাপন কমিটির সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এসময় লংগদু থানার অন্যান্য পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এছাড়া পূজামন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদেরকে পূজার নিরাপত্তা রক্ষার্থে সর্বোচ্চ গুরুত্বদিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।