লংগদুতে বিজিবির অভিযানে গাঁজা সহ আটক দুই
।। গোলামুর রহমান ।।
রাঙ্গামাটির লংগদুতে রজনগর বিজিবি জোনের বিশেষ অভিযানে উপজেলার চাইল্যাতলী বাজারের একটি দোকান ও একটি বসতবাড়ি থেকে ৮৪০ গ্রাম গাঁজা জব্দ ও দুজনকে আটক করা হয়েছে।
বুধবার ( ১০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর (৩৭ ব্যাটালিয়ন) বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি টহলদল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় ।
এসময় চাইল্যাতলী বাজার ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন (৪৮), এর দোকানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তল্লাশী করে ৪৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে পশ্চিম চাইল্যাতলীর মোঃ রুহুল আমীন এর বসতবাড়ীতে তল্লাশী করে ৩৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত ৮৪০ গ্রাম গাঁজা সহ আসামীদ্বয়কে লংগদু থানায় হস্তান্তর করা হয় বলে জোন অধিনায়ক জানায়।
লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন,রাজনগর বিজিবি জোন থেকে আমাদের কাছে ৮৪০ গ্রাম গাঁজা সহ দুজনকে আসামীকে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা আইনে মামলা কার্যক্রম সম্পূর্ণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।