লংগদুতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৯৮

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে উপজেলা বিএনপি।

সোম বার(১৬ জানুয়ারি) সকাল ১১ টার সময় লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লংগদু উপজেলা শাখার উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে, বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবু নাসির, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম (মেম্বার), এছাড়াও
বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সমাবেশে বক্তাগণ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং গনতন্ত্র হরণকারী সরকারের পদত্যাগ, বর্তমান অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য দাবী জানিয়ে সরকারকে হঠাতে চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে বলে উল্লেখ করেন। এসময় বক্তাগণ চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।