লংগদুতে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়”র শুকনো খাবার বিতরণ

0 ৩২

মোঃ আলমগীর হোসেন।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়িতে বন্যা দূর্গত এলাকায় শুকনো খাবার বিতরন করেছে লংগদু উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়।

২৩ আগস্ট (শুক্রবার) ছায়ানীড়”র পক্ষ হতে উত্তর ইয়ারাংছড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শুকনো খাবারের মধ্যে ছিলো চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট, খাবার স্যালাইন, জ্বর এবং ডায়রিয়ার ওষুধ সামগ্রী।

এসময় সংগঠনে সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আল আমিন ইমরান, খন্দকার নাসির উদ্দীন, বাবুল মিয়া,মোঃ জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, খালিদ রেজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি জনাব হারুনুর রশিদ বলেন ছায়ানীড় প্রতিষ্ঠার হয়েছে গরীব অসহায় দুস্থ মানুষের কল্যানের জন্য। ছায়ানীড় সে আলোকে লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় গরীব আসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তর ইয়ারাংছড়ি পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছি আগামীতে যেকোন পরিস্থিতিতে মানুষের কল্যানে কাজ করতে ছায়ানীড় সেচ্ছাসেবী সংগঠন বদ্ধপরিকর। এলাকাবাসীর প্রানের দাবি এখানে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হোক।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।