লংগদুতে বন্যহাতির জন্য কলাগাছ রোপন করলেন বিজিবি জোন

১৭৫

লংগদুতে বন্যহাতির জন্য কলাগাছ রোপন করলেন বিজিবি জোন

।। ও. এফ. মুছা ।।
রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) এর উদ্যোগে বন্যহাতির বিচরণ ভূমিতে কলাগাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার, উপজেলার রাজনগর বিজিবি জোনের আশেপাশে এলাকায় বন্যহাতির খাদ্য হিসেবে দেড় হাজার কলাগাছের চারা রোপণ করা হয়। রাজনগর জোন কমান্ডারের পক্ষে কলাগাছ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জোনের আরএমও ক্যাপ্টেন রসুল আমিন। এসময় জোনের ক্যাপ্টেন মাহমুদ, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাজনগর ওয়ার্ড মেম্বার গোলাম মাওলা, সোনারগাঁও ওয়ার্ড মেম্বার খোকন মিয়া, বিধান চাকমা কার্বারী,মঙ্গল চাকমা কার্বারী সহ গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
বনজঙ্গলে আগেরমত বন্যহাতিরা খাদ্য পায় না। খাদ্যাভাবের ফলে বন্যহাতি প্রায় সময় লোকালয়ে এসে জানমালের ক্ষয়ক্ষতি করে থাকে। তাই রাজনগর জোনের পক্ষ থেকে বন্যহাতির বিচরণ এলাকায় কলাগাছ রোপন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জোনের আরএমও ক্যাপ্টেন রসুল আমিন জানান।
গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, আমার ইউনিয়নের পক্ষ থেকেও বন্যহাতির জন্য হাতির বিচরণ এলাকায় কলাগাছ রোপন করার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।