লংগদুতে প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন
লংগদুতে প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন
।। আলোকিত লংগদু ডেক্স।।
“ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
রোববার(১৭এপ্রিল), ঐতিহাসিক মুজিব নগর দিবসকে কেন্দ্র করে লংগদু উপজেলা পরিষদ প্রান্ত থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তরুণ চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।