লংগদুতে প্রশাসনের অভিযানে দুইটি ইটভাটা বন্ধ

0 ৭০

তরিকুল ইসলাম তারাঃ

হাইকোর্টের আদেশে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকালে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করে কে,বি,এম ও এল,বি,এম এই দুইটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেন।

এসময় পানি ছিটিয়ে আগুন নিভানোর পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পরে হাইকোর্টের রিটপিটিশনের আদেশে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন,কে,বি,এম ও এল,বি,এম দুইটি ইটভাটায় যৌথভাবে অভিযান চালানো হয়েছে‌। এ সময় ইটভাটায় ব্যবহৃত চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।