লংগদুতে প্রধানমন্ত্রী জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অনুষ্ঠান প্রদর্শন
।। লংগদু প্রতিনিধি ।।
রাঙামাটির লংগদুতে মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২১জুলাই) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) জনি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির ব্ক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত মাহাবুব ইলাহী সহ বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানরা ও আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রাপ্তরা এতে উপস্হিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।